বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুমিল্লা: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের একেক পর এক গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামে কুমিল্লার প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় সেখানকার কেপটাউনের কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার কিং শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মমিন ড্রাইভারের ছেলে নিহত সুকতা। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ভাই জাভেদ হোসেন ও বোন সুমি আক্তার সুখি সাংবাদিকদের জানান, গত প্রায় ৯ বছর আগে তাদের ভাই বায়েজিদ হোসেন সুকতা (৩৬) দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি সুপার শপের ব্যবসা শুরু করেন।
গত রোববার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত অনুমান ৯টার দিকে সুপার শপের ক্যাশে বসা ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার উপর একের পর এক ৫ রাউণ্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কিং ভ্যালি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। তারা নিহতের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহায়তার দাবি জানান।