বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: প্রবাসী কর্মীদের ভ্যাকসিন দেয়ার জন্য নিবন্ধন আগামী সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে।
এনআইডি কার্ড না থাকলেও পাসপোর্ট নম্বর বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে পাওয়া স্মার্ট কার্ড দিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে।
রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ভর্তুকির চেক হস্তান্তর অনুষ্ঠানে বৃহস্পতিবার এতথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের করোনার ভ্যাকসিনের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলায় সিভিল সার্জনদের সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রণালয়ের নীচে শত শত মানুষ ভ্যাকসিনের জন্য ভিড় করেছে। তাদের সঙ্গে কথা বলে এলাম। তারা অনেকেই লকডাউনের মধ্যে নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন। তাদের তো এখানে আসার কথা ছিল না। হাজার হাজার মানুষ লকডাউনের মধ্যেও এসে হাজির হয়েছেন। এই কষ্টের জবাব কে দেবে?
বৃহস্পতিবার সকালে টিকার দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী শ্রমিক। তাদের অভিযোগ, সরকার ঘোষণা দিলেও রেজিস্ট্রেশনের বিষয়ে কিছুই জানেন না মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে কয়েকজন সৌদিগামী কর্মীর হাতে হোটেল কোয়ারেন্টাইনের খরচের ভর্তুকি বাবদ ২৫ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী।