Home রেমিটেন্স যোদ্ধাদের খবর সিলেট কমিউনিটি ইউকে‘র নিন্দা ও প্রতিবাদ

সিলেট কমিউনিটি ইউকে‘র নিন্দা ও প্রতিবাদ

লন্ডন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর এবং তার পরিবারের সদস্যদের হেনস্থা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃটেনের সামাজিক ও কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ,সদস্য সচিব ড. মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া, সহসংগঠন ১২ টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, গত ৮ জানুয়ারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং আনসার বাহিনীর সদস্যসহ ১০/ ১২ জন মিলে নির্মমভাবে রেমিট্যান্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা ও সাইদের বাবা গিয়াস উদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহি উদ্দিন এবং গিয়াস উদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাঈমকে হেনস্থা করায় সমগ্র বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তারা পরিশ্রম করে ঘাম ঝরিয়ে, কষ্ট সহ্য করে দেশের জন্য রেমিট্যান্স পাঠান। অথচ প্রবাসীদের সঙ্গে এরকম ঘৃণ্য আচরণ কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ঘটনা যাই ঘটুক, আইনের নিজস্ব ধারাবাহিকতা বজায় রেখে কর্তব্য পালন করা উচিত ছিলো। সংবাদ বিজ্ঞপ্তি