Home করোনা আপডেট প্রাণঘাতি করোনা ১৯২ দেশে

প্রাণঘাতি করোনা ১৯২ দেশে

বিজনেসটুডে২৪ ডেস্ক

১৯২ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৬০৭৫। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩১,০৩৯ জন। এ সময়ে মারা গেছেন ১৬০০ জন। মোট মৃতের সংখ্যা ১৪,৬১৩ জন।

দেশ মোট আক্রান্ত  ২৪ঘণ্টায় আক্রান্ত  মোটমৃত ২৪ঘণ্টায় মৃত

চিন   ৮১০৫৪         ০০০               ৩২৬১    ০০০

ইতালি  ৫৯১৩৮      ৫৫৬০            ৫৪৭৬     ৬৫১

ইউএসএ ৩২,৭৮৩   ৮৫৭৬            ৮১৬      ১১৪

স্পেন  ২৮৬০৩    ৩১০৭               ১৭৫৬       ৩৭৫

ইরান  ২১৬৩৮  ১০২৮             ১৬৮৫        ১২৯

ফ্রান্স  ১৬০১৮   ১৫৫৯             ৬৭৪          ১১২

 

নিউ ইয়র্কে গত তিন ধরে কার্যত লকডাউন চলছে। শহরের মেয়র বিল দ্য ব্লাসিয়ো  মাস্ক ও চিকিৎসার অন্যান্য সরঞ্জাম বিলির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন তিনি।

আমেরিকাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৬। শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১৪।মোট আক্রান্ত ৩২,৭৮৩। তাদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,৫৭৬।

নিউ ইয়র্ক ছাড়া শিকাগো ও লস অ্যাঞ্জেলেসেও লকডাউন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বাড়িতেই থাকুন। জীবন বাঁচান। জাতীয় ত্যাগ স্বীকারের আদর্শ সময়। ভালবাসার লোকজনকে যত্নে রাখারও সময়। আমরা জয় করবই’।

অন্যদিকে করোনা-পজিটিভ রিপোর্ট জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের চিকিৎসকের। এর ফলে স্বেচ্ছা গৃহবন্দি হয়েছেন ম্যার্কেল। শুক্রবার নিউমোনিয়ার প্রতিষেধক ইঞ্জেকশন দিয়েছিলেন তাঁর চিকিৎসক। এর পর চিকিৎসকের করোনা ধরা পড়ে। এর পর থেকেই স্বেচ্ছা গৃহবন্দিদশায় চলে যান তিনি। রবিবার তাঁর দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন বাড়িতে থেকেই কাজকর্ম করবেন চ্যান্সেলর।
চাপ বাড়ছে স্পেনেও। সকাল থেকে স্বাস্থ্য এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী। করোনা-সঙ্কটের জেরে জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর কথা ভাবছেন তাঁরা। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যুর হার বেড়েছে ৩০ শতাংশ।

ইউরোপে ইতালির পরে সব চেয়ে ভয়াবহ দশা স্পেনেই। গোটা ইউরোপে আক্রান্তের সংখ্যা এখন অন্তত দেড় লক্ষে।