Home First Lead প্রাথমিকে নিয়োগ: প্রতিপদের বিপরীতে ১৩০ জন

প্রাথমিকে নিয়োগ: প্রতিপদের বিপরীতে ১৩০ জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় ১৮ জেলা থেকে ৩ লাখ ৬০ হাজারের অধিক চাকরিপ্রার্থী অংশ নিচ্ছেন। আজ শুক্রবার পরীক্ষা হচ্ছে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে।

রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সর্বমোট শূন্যপদ ২ হাজার ৭৭২টি। এগুলোর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়বেন ১৩০ জন।

এক ঘণ্টার এই লিখিত পরীক্ষা ( এমসিকিউ ) সকাল ১০ টায় ৫০৩টি কেন্দ্রে শুরু হবে। প্রত্যেক কেন্দ্রে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেট। প্রতি কেন্দ্রে ২৫ জন প্রার্থীর বিপরীতে একজন করে কক্ষ পরিদর্শক থাকবেন।