Home Second Lead প্রাথমিকে নিয়োগ পরীক্ষা: প্রস্তুত সফটওয়ার

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা: প্রস্তুত সফটওয়ার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সফটওয়ার প্রস্তুত। তা উন্মুক্ত হলেই নিয়োগপত্র ডাউনলোড করা যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম এই তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেছেন যে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে। প্রধানত এইচএসসির কেন্দ্রগুলো প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ভেন্যু। এইচএসসি পরীক্ষা শেষ হলে এই নিয়োগ পরীক্ষা নেয়া হবে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে তৈরি করেছে সফটওয়ার। সেটা ওপেন হলে নিয়োগপত্র ডাউনলোড করা যাবে।

গত বছরের ২৪ নভেম্বর শেষ হয় প্রায় একমাসব্যাপী অনলাইনে আবেদন।১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন।তাদের মধ্যে থেকে প্রাক্–প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেয়া হবে।