বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বিশাল নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিগগির ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ব্যাপারে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র সঙ্গেসমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদের উপস্থিতিতে পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদ টেলিটকের সাথে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষকের শূন্যপদ এবং গত জুন মাস থেকে এখন পর্যন্ত সহকারী শিক্ষকের যেসব পদ শূন্য হয়েছে সেগুলোর বিপরীতে নিয়োগ দেওয়া হবে।
অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির পর আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।