Home আন্তর্জাতিক চার্লসই এখন ব্রিটেনের রাজা

চার্লসই এখন ব্রিটেনের রাজা

বিজনেসটুডে২৪ ডেস্ক

বৃহস্পতিবার রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের  মৃত্যু  হতেই রাজতন্ত্রে নতুন রাজা হলেন এতদিনের যুবরাজ তথা প্রিন্স চার্লস ।

৯৬ বছর বয়স হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের। ব্রিটেনের রাজতন্ত্রে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ছিলেন রাজ সিংহাসনে। মাত্র ২৬ বছর বয়সে রানি হয়েছিলেন তিনি। আর চার্লস রাজা হচ্ছেন ৭৩ বছর বয়সে।

Charles

ব্রিটেনের সিংহাসনে আনুষ্ঠানিক ভাবে চার্লসের অভিষেক সুপ্রাচীন রীতি ও প্রথা মেনেই হবে। কিন্তু রাজ পরিবারের নিয়ম হল, সিংহাসন শূন্য থাকবে না। তাই প্রটোকল অনুযায়ী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হতেই চার্লস এখন রাজা বলে বিবেচিত হবে।