বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিভিন্ন দেশের শহরের মত চট্টগ্রাম নগরীতেও প্রিপেইড টেক্সি সার্ভিস চালুর জন্য মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে তিনি বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে শহরের দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রিপেইড টেক্সি সার্ভিসগুলো সুনামের সাথে পরিচালনা করে থাকে। আমাদের দেশের পুলিশ বাহিনীও তাদের দায়িত্বের বাহিরে গিয়ে জনসাধারণকে অনেকগুলো সেবা প্রদান করছে।বর্তমানে সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যাত্রীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ‘আমার গাড়ি নিরাপদ’ নামক একটি প্রশংসনীয় প্রকল্প গ্রহণ করেছেন। যা নগরবাসীর জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক অনন্য সেবা। নগরবাসীর পক্ষ থেকে এ ধরনের অনন্য সেবার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানান তিনি। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যদি নগরীতে চলাচলের জন্য একটি প্রিপেইড টেক্সি সার্ভিস চালু করে তাহলে যাত্রী সাধারণ ন্যায্যমূল্যে এবং নির্বিঘেœ তাদের গন্তব্যে আসা যাওয়া করতে পারবে।
প্রতিনিয়ত নগরীতে সাধারন যাত্রীগণ গণপরিবহন কিংবা বিভিন্ন পরিবহনে হয়রানির শিকার হচ্ছেন। এ নিয়ে যাত্রীদের অভিযোগের যেনো অন্ত নেই। অন্ততঃ নগরীর বিমানবন্দর, রেলষ্টেশন, সিটি গেইট, নতুন ব্রীজ, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন, বহদ্দারহাটসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ সার্ভিসটি চালু করা গেলে একদিকে যাত্রী সাধারণ যেমন প্রতারণার হাত থেকে রক্ষা পাবে অন্যদিকে তাদের মূল্যবান সময় এবং অর্থ উভয়ের অপচয় রোধ হবে।