- রবিবার চালান ভার্চুয়ালি গ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নারায়নগঞ্জ: সিমেন্ট উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড এবার তাদের পণ্য পাঠাচ্ছে আসামের করিমগঞ্জে।
সিমেন্টের চালানটি আগামী রবিবার ( ৮ নভেম্বর ) ভার্সুয়াল মিডিয়ায় গ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রিমিয়ার সিমেন্ট ইতিপূর্বে নৌপথে গেছে ত্রিপুরায়। এবার যাচ্ছে করিমগঞ্জে। মঙ্গলবার কারখানা থেকে সিমেন্ট বোঝাই নিয়ে এমভি প্রিমিয়ার নামে একটি নৌযান নারায়নগঞ্জ থেকে রওনা হয়েছে। এতে রয়েছে আড়াই হাজার ব্যাগ সিমেন্ট।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, চালানটি মেঘনা নদী হয়ে প্রথমে আশুগঞ্জ হয়ে সিলেটের কুশিয়ারা নদী দিয়ে সীমান্ত এলাকা জকিগঞ্জ যাবে। সেখান থেকে যাবে আসামের করিমগঞ্জে।
বাংলাদেশ থেকে নৌপথে করিমগঞ্জে সিমেন্টের চালান পৌঁছার এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আসাম রাজ্য সরকার। সেখানে একটি অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন কয়েকজন মন্ত্রী এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি গ্রহণ করবেন চালানটি।
ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ থেকে নৌপথে করিমগঞ্জে সিমেন্ট রপ্তানিকে দু’দেশের মধ্যে বাণিজ্য ও সমৃদ্ধির এক নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।
সিমেন্ট উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রিমিয়ার সিমেন্ট। দু’টি ইউনিটেউৎপাদনক্ষমতা বর্তমানে দৈনিক ৯ হাজার টন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,ক্রমবর্ধমান চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না বর্তমান সক্ষমতায়। তাই সম্প্রসারণ করা হচ্ছে তাদের মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম কারখানা। আগামী মাসে সম্প্রসারণ কাজ শেষ হলে দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২৫ হাজার টন।