Home বিনোদন আল্লু অর্জুনের সঙ্গে জুটি প্রিয়াঙ্কার! কোন ছবিতে দেখা যাবে তাঁদের

আল্লু অর্জুনের সঙ্গে জুটি প্রিয়াঙ্কার! কোন ছবিতে দেখা যাবে তাঁদের

প্রিয়াঙ্কা-আল্লু অর্জুন

বিজনেসটুডে২৪ ডেস্ক: দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় তার দাপট অনেকের চেয়ে বেশি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন নিজ ইন্ডাস্ট্রির চেয়ে হলিউডের দিকেই বেশি মনোযোগী। এবার এ দুই তারকাকে জুটি বেঁধে ভারতীয় সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।  জনপ্রিয় পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমায় দেখা যাবে তাদেরকে।

প্রাথমিক পর্যায়ে অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা চলছে এবং আলোচনা সফল হলে এই প্রজেক্ট হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিশেষ করে আল্লু অর্জুন ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রথমবার স্ক্রিন শেয়ার করার সম্ভাবনাই সিনেমাটি ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

প্রিয়াঙ্কা বর্তমানে তেলেগু ইন্ডাস্ট্রিতে তার অভিষেক নিয়ে আলোচনায় রয়েছেন। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’-এ তাকে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। হলিউডে দীর্ঘ সময় কাটানোর পর আবারও ভারতীয় সিনেমায় সক্রিয় হয়ে ওঠা তার ভক্তদের জন্য বড় খুশির খবর।

অন্যদিকে, ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার বিপুল সাফল্যের পর আল্লু অর্জুন এখন ভারতের সবচেয়ে ব্যাংকেবল তারকাদের একজন। অ্যাটলির সঙ্গে তার সম্ভাব্য জুটি মানেই বড় বাজেট, বিশাল সেট, অ্যাকশন আর চোখ ধাঁধানো সিনেম্যাটিক অভিজ্ঞতা।

গুঞ্জন আছে, এই সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন- একটি কৌশল যা অ্যাটলির বিশেষত্ব বলা যায়। শাহরুখ খানের ‘জওয়ান’ কিংবা থালাপতি বিজয়ের ‘মার্সাল’ ও ‘বিগিল’-এর মতো সিনেমাগুলোয় এর প্রমাণ মিলেছে। যদিও ছবির গল্প এখনও গোপন রাখা হয়েছে, তবে ইন্ডাস্ট্রিতে জোরালো কানাঘুষা চলছে যে, ‘এ ৬’ হতে যাচ্ছে একটি রাজনৈতিক থ্রিলার। যেখানে থাকবে চমকপ্রদ টুইস্ট, দৃষ্টিনন্দন সেট ডিজাইন আর অ্যাটলির স্বাক্ষর অ্যাকশন স্টাইল।