Home আগরতলা প্রিয়াঙ্কা রেড্ডি ঘটনার পুনরাবৃত্তি ত্রিপুরায়

প্রিয়াঙ্কা রেড্ডি ঘটনার পুনরাবৃত্তি ত্রিপুরায়

সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

আগরতলা (  ত্রিপুরা)  

উত্তর প্রদেশে ঘটে যাওয়া প্রিয়াঙ্কা রেড্ডি ঘটনার পুনরাবৃত্তি এবার ত্রিপুরায়। ২২বছর বয়সী এক মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার মত ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য।

মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।

বৃহস্পতিবার বাড়ী থেকে বেড়িয়ে  নিখোঁজ হয়ে যায় মুনমুন(কল্পিতনাম)। শুক্রবার সকালে মোহনপুরের রাঙ্গাচড়া গ্রামের একটি ইট ভাটার পাশের জমিতে মুনমুনের  অগ্নিদগ্ধ  মৃতদেহটি পাওয়া যায়।

রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথের নিজস্ব নির্বাচনী এলাকা় সিধাই মোহনপুর থানার পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মৃতার মা। অভিযোগ,  মেয়ের নিখোঁজ হওয়ার খবর নিয়ে থানায় গেলে পুলিশ নিতে অস্বীকার করে। পুলিশ মৃতার মায়ের সাথে অত্যন্ত অভদ্র আচরণ করেছে এবং পুলিশের সহায়তা চাইলে তাকে অপমান করে বলে এইদিন সংবাদ মাধ্যমকে জানান কন্যাহারা জননী। এমন কি, নিখোঁজ মেয়ের বাড়িতে কোনও পুলিশ আসেনি, তদন্ত বা তল্লাশি অভিযানও শুরু করেনি। যার পরিনতিতে  আজ তার বাড়ীর পাশের জমিতেই করুণ অবস্থায় মুনমুনের অগ্নিদগ্ধ লাশ পাওয়া যায়।

স্থানীয় লোকজন অভিযোগ, মেয়েটিকে  ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়েছে। স্নাতক পাশ করা গরীব মা বাবার আদরের মেয়ে মুনমুন এলাকায় ভালো মেয়ে হিসেবেই পরিচিত ছিলো। কোন অবৈধ মেলামেশা কিংবা সম্পর্কের খবর নেই বলেও জানান এলাকাবাসী। যদিও নিখোঁজ হওয়ার পর মুনমুনের মোবাইল ফোনটি স্যুইচ অফ হয়ে যায়। পরে রাতে মোবাইলটি পুনরায় চালু হয়। সৌরভ পাল নামে এক অটো চালক মোবাইল ফোনটি রাস্তায় পেয়েছে বলে পরিবারকে জানিয়েছে।

এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা।  পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নিয়েছে এবং এ পর্যন্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশের সাথে কথা বলে জানা গেছে যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে পোস্ট মর্টেমের আগে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সরকারের দিকে ব্যর্থতার আঙুল তুলছেন বিরোধীরা। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সামিল হয়েছেন বিভিন্ন সংগঠন। অন্যদিকে মৃতার মার দাবী তার মেয়ের দোষীদেরও যাতে একই পরিনতি হয়। সব মিলিয়ে মাস কয়েক আগে ঘটে যাওয়া উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনার সাথে রাজ্যের মেয়ের এই পরিনতির মিল থাকায় আবারও সংবাদ শিরোনামে উঠে এলো মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপি-আইপিএফটি জোট সরকারের নাম।