Home সারাদেশ ১৮ বছরের প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

১৮ বছরের প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বরগুনা: স্বামীর বাড়ির উদ্দেশে বাপের বাড়ি থেকে বের হয়ে ৩ দিন ধরে নিখোঁজ ১০ মাসের শিশুসন্তানসহ তালতলীর এক গৃহবধূ। তবে, তার স্বামীর অভিযোগ পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছেন বলে।

ঐ গৃহবধূর নাম লামিয়া। বয়স ২০। বাড়ি লাউপাড়া গ্রামে। মো. দেলোয়ার হোসেনের কন্যা। গত সোমবার শিশুসন্তানসহ বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির কথা বলে বের হন। তারপর থেকে নিখোঁজ। সাথে থাকা দু’টি মোবাইল ফোনও বন্ধ।

স্বামী মন্টু মিয়ার অভিযোগ লামিয়া পরকীয়া প্রেমিক মাসুদের ( ১৮)  সাথে পালিয়েছেন। মাসুদ তালতলী উপজেলার ছোনখোলা এলাকার জাহাঙ্গীরের ছেলে। তালতলী থানায় এ ব্যাপারে অভিযোগ করেছেন।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধূ উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধূকে উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলছে।

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে উপজেলার  লামিয়ার সঙ্গে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ চলছিল। তবে এক বছর পর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন।