Home সারাদেশ প্রেমের টানে কোচবিহার

প্রেমের টানে কোচবিহার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া: কথায় বলে ‘এভরিথিং ইস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার’। আর প্রেমের টানে এই কথাকেই সত্যি করে তুললেন এক বাংলাদেশি যুবতী। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে কাঁটাতার পেরিয়ে কোচবিহারের দিনহাটায় চলে গেছেন তিনি। যদিও প্রেমিকের সঙ্গে দেখা হয়নি তাঁর। বরং ভারতে ঢুকতেই দীঘলটারী সীমান্ত এলাকায় বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।

শনিবার বিকেলে ওই যুবতীকে আটক করেছে বিএসএফের ১২৯ নম্বর ব্যাটালিয়নের জওয়নরা। এরপর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার তাঁকে দিনহাটার বিশেষ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজত দেওয়া হয়।

বগুড়া জেলার কাঠপাড়া গ্রামের বাসিন্দা মমতাজ খাতুন (পরিবর্তিত নাম)। সোশ্যাল মিডিয়ায় কোচবিহারের তুফানগঞ্জের আলি হুসেন নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে দুজনেই সামনা সামনি দেখা করার ইচ্ছা প্রকাশ করে। তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত। হার না মেনে অবশেষে প্রেমিকের কথা মতো বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই যুবতী। দীর্ঘ পথ পেরিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দীঘলটারি দিয়ে ভারতে ঢোকে সে। সেই সময়েই জওয়ানরা তাঁকে আটক করে।

সেখানে ধৃত যুবতীর আইনজীবী নিহাররঞ্জন গুপ্তা বলেছেন, ‘ওই যুবতী ভালোবাসার টানে প্রেমিকের কথা মতো ভারতে এসেছে।‘

আদালতের বাইরে সেখানে গণমাধ্যম তাকে ঘিরে ধরলে তিনি জানান সোসাল মিডিয়ার মধ্যমে তুফানগঞ্জের এক যুবকের সাথে পরিচয়। তারপর ফোনে আলাপ থেকে প্রেম। যদিও পরিচয় মাত্র ক’মাসের কিন্তু তাদের মধ্যে গভীর ভালবাসা। এদিকে তার বাড়ির থেকে তার বিয়ে অন্যত্র করার চেষ্টা চালাতেই সে প্রেমিকের টানে গত বৃহষ্পতিবার বগুড়ার বাড়ি থেকে কুচবিহারের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছিল। যদিও এত সব কান্ডের মধ্যে  ভারতীয় প্রেমিকের সাথে মোবাইলে যোগাযোগ রেখে ও তার দেওয়া ডিরেকশন মত কুচবিহারের সীমান্ত টপকে পৌঁছে গেছিল। কিন্তু শেষ সময়ে  দীঘলটারী সীমান্তে প্রহারত ১২৯ নম্বর ব্যাটিলিয়ন সীমান্ত রক্ষীবাহিনীর  জওয়ানদের হাতে ধরা পড়ে যাওয়ায় প্রেমীকের সাথে আর দেখা তো হলোই না। উলটে কারাবাসের ভোগান্তিতে পড়তে হলো ।