Home আইন-আদালত ৫ বস্তা ইয়াবা উদ্ধার

৫ বস্তা ইয়াবা উদ্ধার

কক্সবাজার: টেকনাফের নাফনদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিস উদ্ধার করা হয়।

রবিবার (১৭ জানুয়ারি) ভোররাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানায় বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, ভোররাতে ওমরখাল পয়েন্ট দিয়ে ইয়াবার একটি চালান আসবে এমন খবরে টহল দিতে থাকে বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পর একটি নৌকা করে চার যুবক বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। তারা বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে তাদের থামতে বলা হয়। তারা না থেমে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাপিয়ে পড়ে তারা। অনেক খোঁজাখুজির পর তাদের পাওয়া যায়নি। পরে ওই নৌকায় ৫টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।

টেকনাফস্থ ২বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবীর বিষয়টি নিশ্চিত বলেন, নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

-বিজনেসটুডে২৪ ডেস্ক