পাখির মতো উড়তে চেয়েছিল না অন্য কোনও উদ্দেশ্য ছিল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে, বহুদিন ধরেই এমন কিছু একটা করার পরিকল্পনা তাঁর ছিল। হঠাৎ বিনা পাসপোর্টে এক ব্যক্তি ঢুকে পড়েন এয়ারপোর্টের গ্রাউন্ডে। প্লেন ছাড়ার কয়েক সেকেন্ড আগেই তিনি উঠে বসেন প্লেনের উইংয়ে! প্লেনের কয়েকজন যাত্রী জানলা দিয়ে সেই দৃশ্য দেখে হইহই করে ওঠেন। তার মধ্যেই একজন ভিডিও করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, “এতবছর প্লেনে চড়ছি। এমন দৃশ্য এর আগে কখনও দেখিনি।” মুহূর্তে ভাইরাল সেই ভিডিও দেখে রাগে ফেটে পড়েছেন সারা বিশ্বের মানুষ।
শনিবার এই ঘটনাটি ঘটে ম্যাকারন ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে এয়ারপোর্টের বেড়া ডিঙিয়ে প্লেনের কাছাকাছি পৌঁছে যায় সেই ব্যক্তি। তার কিছুক্ষণ পরে নিজে থেকেই উঠে পড়েন প্লেনের এক সামনের উইংয়ে। শোনা যাচ্ছে সেই ব্যক্তির নাম অ্যালেজান্দ্রো কার্লসন। এমন দৃশ্য দেখার পরই লাস ভেগাসের পুলিশকে জানান হয়। তৎক্ষণাৎ এয়ারপোর্ট থেকেই সেই ব্যক্তিকে তারা গ্রেফতার করে।
ভিডিওটিতে দেখা যায় প্রথমেই সেই ব্যক্তি উইংয়ে উঠে বসে ছিলেন কিছুক্ষণ। তারপর সেই উইংয়েই হাত ছড়িয়ে হাঁটাচলা করছিলেন তিনি। উইংয়ের শেষ প্রান্তে উঁচু জায়গায় উঠে বসবে এই পরিকল্পনা থেকে তিনি পায়ের জুতো, মোজাও খুলে ফেলেন। প্লেনের পাইলট যদিও দূর থেকেই দেখতে পেয়েছিলেন ব্যক্তিকে। ততক্ষণে প্লেন ছাড়ার সময়ও হয়ে গিয়েছিল। প্লেন থেকেই এই দৃশ্য দেখে পুলিশকে জানান হয়। তৎক্ষণাৎ পুলিশ এলে, সেই ব্যক্তি প্লেন থেকেই ঝাঁপ দিয়ে নীচে নামেন। তার জন্য সামান্য চোটও পেয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত তাঁর আসল উদ্দেশ্য জানা যায়নি।
লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডগামী আলাস্কা এয়ারলাইন্সের এই বিমানের যাত্রীরা বেশ ভয় পেয়েই গিয়েছিলেন সেই দিন। সেই ব্যক্তিকে গ্রেফতার করার পরেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করা হয়। জানা গেছে ফের সবটা খতিয়ে দেখার পর বিমান ছাড়া হয়। আলাস্কা এয়ারলাইন্স অফিসিয়াল ওয়েবসাইটে জানান হয় এই ঘটনা। ঘটনার ব্যখ্যা করার পর জানিয়ে দেওয়া হয় সেই প্লেন ৪ ঘণ্টা দেড়িতে সেদিন ছাড়া হয়েছে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক