Home সারাদেশ প.বড়হাটে ‍২য় মনুসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প.বড়হাটে ‍২য় মনুসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

মৌলভীবাজার: প্রস্তাবিত স্থান হতে দেড় কিলোমিটার দূরে পশ্চিম বড়হাট এলাকায় দ্বিতীয় মনু সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। 

‘এলাকা বাঁচাও, পরিবেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে বৃহস্পতিবার ( ১৭ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভার পূর্বে বড়হাট এলাকায় মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ,পশ্চিম শহরতলী এলাকাবাসী, সচেতন ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম। 
মানববন্ধনে পঞ্চায়েত প্রধান আব্দুর রহিম আজাদ মিয়ার সভাপতিত্বে এবং আনিসুল ইসলাম চৌধুরী তুষারের পরিচালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদ, মকবুল মিয়া, আব্দুর মতিন, শফিকুল ইসলাম, আব্দুল জলাল ও শামীম আহমদ প্রমুখ।
তারা বলেন, প্রস্তাবিত এলাকায় সেতু নির্মাণ হলে প্রায় আড়াই শত পরিবার ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি শহরে যানজট বৃদ্ধি পাবে। কিন্তু প্রস্তাবিত জায়গা থেকে ১.৫ কিলোমিটার দূরে পশ্চিম বড়হাট এলাকায় সেতু নির্মাণ করলে আবাসিক এলাকা ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে। শহরে যানজট কমবে, শহরের বাইপাস সড়ক নির্মাণে সহায়ক হবে এবং হাজারো মানুষ উপকৃত হবেন। শহরে  দ্বিতীয় মনু সেতু নির্মাণে উপযুক্ত স্থান নির্বাচনে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তারা।