Home আইন-আদালত ফলের ঝুড়ি, বাংলা সাবানে ইয়াবা

ফলের ঝুড়ি, বাংলা সাবানে ইয়াবা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ফলের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নতুন রেলষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলো- মো. ছাইকুল ইসলাম (৫০), মো. আইয়ুব (৪১), ও জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ জানায়, তাদের হাতে ফলের ঝুড়ি ও ছাতা ছিল। ট্রেনযোগে কিশোরগঞ্জে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছিল।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বিজনেসটুডে২৪ কে জানান, তিনজনের চলাফেরা সন্দেহ হলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের হাতে ফলভর্তি ঝুড়ি ছিলো। বাকী দুজনের হাতে দুই রঙের ছাতা ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লুকায়িত ইয়াবার কথা স্বীকার করলে ফলের ঝুড়ির তলা থেকে ৩,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া বাংলা সাবানের ভেতর থেকে ১ হাজার পিস এবং দুটি ছাতার হাতল ভেঙে ৪শ’ পিস ইয়াবাসহ মোট ৫ হাজার আটশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।