Home আন্তর্জাতিক ফাইজারের টিকা: এশিয়ায় প্রথম চালান সিঙ্গাপুরে

ফাইজারের টিকা: এশিয়ায় প্রথম চালান সিঙ্গাপুরে

সিঙ্গাপুর: ফাইজার টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছেছে। সপ্তাহখানেক আগে দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদনের ঘোষণা দেন। এ ছাড়া মডার্না ও সিনোভ্যাকের টিকা পেতেও সিঙ্গাপুর ক্রয় চুক্তিতে সই করেছে।

সোমবার সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে এই টিকা আনা হয়।

উড়োজাহাজ সিঙ্গাপুরে অবতরণের পর প্রধানমন্ত্রী ফেইসবুকে লেখেন, “টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।”

তিনি আরও জানান, একটা দীর্ঘ ও কষ্টকর একটা বছরের পর ২০২১ সাল নিয়ে আশাবাদী।

ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫ কোটি ডলার বরাদ্দের কথাও জানান তিনি ।

২০২১ সালের সেপ্টেম্বর নাগাদ প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর।

লি আগেই জানিয়েছিলেন, সিঙ্গাপুরে প্রথম যাদের ভ্যাকসিন দেওয়া হবে, তার মধ্যে তিনিও থাকবেন।

আরও বলেন, “প্রবীণদের সঙ্গে আমি ও আমার সহকর্মীরা আগেই ভ্যাকসিন নেব। ভ্যাকসিনগুলো যে নিরাপদ তা বোঝাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। যাদের ইচ্ছা তারা নিতে পারবেন। স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের আগে দেওয়া হবে।

এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে এ টিকার অনুমোদন দেয়। সম্প্রতি অনুমোদন দেয় ইউরোপিয়ান ইউনিয়নও।

-বিজনেসটুডে২৪ ডেস্ক