বিজনেসটুডে২৪ ডেস্ক:
ফাইজার অ্যান্ড বায়োএনটেকের বানানো করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক মেক্সিকান ডাক্তার।
অসুস্থ হয়ে পড়া ওই ডাক্তারের নাম প্রকাশ করা হয়নি। ভ্যাকসিন নেওয়ার পরপরই খিঁচুনি, ত্বকে প্রবল র্যাশ ও শ্বাসকষ্ট নিয়ে নুভে লিওনের সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। তবে এই বিষয়ে ফাইজার অ্যান্ড বায়োএনটেক কোনো মন্তব্য জানায়নি। গত ২৪ ডিসেম্বর থেকে স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে ভ্যাকসিন বিতরণ শুরু করে দেশটি।
মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই নারী ডাক্তারের অসুস্থতার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে রোগ বিশ্লেষণে মনে হয়েছে এটি এনসেফেলোমেলাইটিস। এটি মূলত মস্তিস্ক ও মেরুদণ্ডের প্রদাহজনিত সমস্যা।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, ওই ডাক্তারের আগেই অ্যালার্জি প্রতিক্রিয়ার সমস্যা ছিল। ক্লিনিকাল ট্রায়ালে ভ্যাকসিন নেওয়ার পরে কারো মস্তিস্কে সংক্রমণের প্রমাণ মেলেনি।