বিজনেসটুডে২৪ ডেস্ক: আরতি বাগদির ‘আবীর গুলাল’ দিয়ে ৯ বছর পর বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ। এতে তাঁর বিপরীতে আছেন বাণী কাপুর।
জনপ্রিয় পাকিস্তানি অভিনেতার নতুন ছবি ‘অবির গুলাল’-এর ঝলক মুক্তি পেয়েছে সদ্য। আর তা দেখার পর ওয়াঘার দু’দিকের হিন্দি ছবিপ্রেমী দর্শক-ই যে বেশ খুশি তা বলাই বাহুল্য।
ছবির প্রথম ঝলকে দেখা যাচ্ছে, ফাওয়াদ খান আর বাণী কাপুর একসঙ্গে বৃষ্টিতে ভিজে গাড়িতে বসে আছেন। আবহে বেজে চলেছে কুমার শানুর ‘কুছ না কহো’ গানের সুর। ফাওয়াদ নিজেও ইনস্টাগ্রামে ছবির এই টিজার ভিডিও শেয়ার করেছেন। তারপরেই সমাজমাধ্যমে এই ছবি ও অভিনেতার উদ্দেশ্যে ভেসে এসেছে প্রশংসার বন্যা। “অবিশ্বাস্য, উফফ”—এভাবেই এক ভক্ত লিখেছেন। আরেকজন বলেন,“ফাওয়াদ খান ফিরে এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ।” আর এক ভক্ত বলেন—“অবশেষে! শুধু ফাওয়াদ খানকে বড় পর্দায় দেখতে চাই!”
‘আ-বির গুলাল’ সিনেমাটি পরিচালনা করেছেন আরতি এস. বাগদি, যিনি ‘চলতি রহে জীবন’ সিনেমার জন্য পরিচিত। আর এই সিনেমাটি প্রযোজনা করছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স, এবং আরজে পিকচার্স। ফাওয়াদ এবং বাণী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন লিসা হায়ডন, ঋধি ডোগরা, সোনি রাজদান, ফরিদা জলাল, রাহুল ভোরা, এবং পরমীত শেঠি। একটি আন্তর্জাতিক প্রযোজনা হিসেবে এই ছবি ভারত এবং যুক্তরাজ্য থেকে শিল্পীদের নিয়ে তৈরি। লন্ডনে গত বছরের সেপ্টেম্বর ২৯ তারিখে শুরু হয়েছিল শুটিং।
‘আবির গুলাল’ দুই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের গল্প, যারা একে অপরের পাশে এসে দাঁড়িয়ে নিজেদের মধ্যে শান্তি এবং ভালবাসা খুঁজে পায়। এই প্রেমের গল্পই ‘অবির গুলাল’-এর মূল রসদ।‘ অবির গুলাল’ ৯ মে, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তবে মুক্তির আগেই বাধার মুখে পড়েছে ফাওয়াদ খান ও বাণী কাপুরের আবীর গুলাল। পাকিস্তানি অভিনেতার সিনেমাটি মুক্তি পেলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল।
১ এপ্রিল মুক্তি পেয়েছে আবীর গুলাল সিনেমার টিজার। এরপরেই মহারাষ্ট্রে সিনেমাটি রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছে শিবসেনা, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ একাধিক রাজনৈতিক দল। পাকিস্তানি কোনো শিল্পীর সিনেমা মহারাষ্ট্রে তো বটেই, ভারতের কোথাও মুক্তি পেতে দেওয়া উচিত নয় বলে জানিয়েছে তারা। মুক্তি পেলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানানো হয়েছে। গত বছর ভারতে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক আপত্তির কারণে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ফাওয়াদের ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি।
একসময় পাকিস্তানের নায়ক-নায়িকা থেকে শুরু করে সংগীতশিল্পীরা ভারতে এসে কাজ করতেন। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়।
ফাওয়াদ খান-এর শেষ বলিউড ছবি ছিল ‘এ দিল হে মুশকিল’, যেখানে অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, আর ঐশ্বর্য রাই বচ্চন ছিলেন। তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি বলিউডে!