বিজনেসটুডে২৪ ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফিটনেস পরীক্ষায় পাস মার্ক পাননি অলরাউন্ডার নাসির হোসেন। আজকের পরীক্ষায় প্রায় ৬৫ শতাংশ ক্রিকেটার পেয়েছেন ১১-এর ওপর স্কোর। সর্বোচ্চ ১৩.৬ পেয়েছেন পেসার মেহেদী হাসান।
মঙ্গলবার (১০ নভেম্বর) দ্বিতীয় দিনের বিপ টেস্ট দিয়েছেন ৩৩ ক্রিকেটার। তুলেছেন সর্বনিম্ন ৮.৫ স্কোর। অথচ শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুলদের মতো সিনিয়র ক্রিকেটারও ১১ স্কোর তুলে পাস করেন। পাস করতে পারেননি আরেক স্পিনার সোহাগ গাজীও।
সাকিবের পরীক্ষা দেওয়ার কথা আগামীকাল বুধবার। পরীক্ষায় উত্তীর্ণ ক্রিকেটাররা থাকবেন ১২ নভেম্বর অনুষ্ঠেয় ড্রাফটে।