বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম:মুরাদপুর-বহদ্দারহাট এলাকার চাঁদাবাজ ও স্বঘোষিত যুবলীগ নেতা মো. ফিরোজকে বৃহস্পতিবার সকালে ফেনী জেলার রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বহদ্দারহাট এলাকায় গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
করেছে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করেছে। ফিরোজ মুরাদপুর এলাকার বাসিন্দা। তিনি মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজি করতেন। জানা যায়, ২০১৫ সাল থেকে ফিরোজ নিজেকে যুবলীগের নেতা দাবি করে আসছিলেন। তিনি ওই বছরের ডিসেম্বরে বিলবোর্ড টাঙিয়ে আলোচনায় আসেন। সে সময়ে যুবলীগের মিছিল সমাবেশে সামনের সারিতে তাকে দেখা যেত।
গত ১৬ জুলাই মুরাদপুরে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে তাকে। ১৮ জুলাই চান্দগাঁও এলাকায় গুলিতে দোকানকর্মী সায়মান মাহিন খুন হন। এই মামলায় তিনি অন্যতম আসামি ।