Home চট্টগ্রাম ফিলিস্তিন: সোলায়মান শেঠের অর্থ সহায়তা

ফিলিস্তিন: সোলায়মান শেঠের অর্থ সহায়তা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ ফিলিস্তিনি জনগণের জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন।

সোমবার (২৪ মে) এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর পর ধ্বংস স্তুুপে পরিণত হওয়া ফিলিস্তিনের হাজার হাজার আহত হওয়া জনগণের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই.রামাদান এর হাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে এই অর্থ তুলে দেন। এসময় সোলায়মান আলম শেঠ বাংলাদেশের জনগণ ও জাতীয় পার্টির পক্ষ থেকে ফিলিস্তিন সরকার এবং জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

তিনি আশা করেন ও.আই.সি সহ সমগ্র মুসলিম উম্মাহ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে থাকবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে জোরালো ভূমিকা রাখবে। এসময় আরো উপস্থিত ছিলেন মাশরুর মাওলা।