মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ) থেকে:নিয়ামতপুর উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ফুটবল প্রতীকের প্রার্থী তরুন সমাজসেবক মাসুদ রানা।
বুধবার (১৯ জানুয়ারি) বিকালে নিয়ামতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন মাসুদ রানা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণির পেশার কয়েক শত মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন।
ইতোমধ্যে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানোয় স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনী এলাকা ছাড়াও বিভিন্ন গ্রামে মসজিদ-মাদরাসার কিছু উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হতে এবং দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সকল জনসাধারণের সার্বিক সহযোগিতা, দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মাসুদ রানাকে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা আলোচনা সমালোচনা। তবে সচেতন ভোটাররা তাকে নতুন প্রজন্মের আদর্শবান-যোগ্য ও সৎ-প্রার্থী হিসাবে মনে করছেন।
গণসংযোগ শেষে মেম্বার প্রার্থী মাসুদ রানা বলেন, দীর্ঘ অপেক্ষা শেষে ৩১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতপুর ইউপির ৫ নং ওয়ার্ডবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে। আমরা সবাই আনন্দিত। ৫নং ওয়ার্ড বাসিন্দাদের বিভিন্ন চাহিদা ও সেবা করার মানসিকতা নিয়ে আমি প্রার্থী হয়েছি।
তিনি আরোও বলেন, করোনাকালে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং বিভিন্ন হাট বাজারে মোড়ে মোড়ে সাধারণ জনতার মাঝে মাস্ক বিতরণ করেন। তাই এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করে তাহলে অবশ্যই আমি তাদের সেবা করবো। তাদের সমস্যা সমাধানে কাজ করবো। আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি ৫নং ওয়ার্ডে মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি আগামী ৩১ জানুয়ারি নির্বাচনে এলাকার মানুষ আমাকে ভোটের মাধ্যমে জয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন।