আরিফুল ইসলাম, ফুলবাড়ী ( কুড়িগ্রাম ) থেকে: ফুলবাড়ি পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে ৯ জুয়াড়ি। তাদের কাছ থেকে দুই সেট তাস ও নগদ ৫০ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশের একটি টিম রবিবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়িতে ৯ জন জুয়া খেলছিল। তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৯ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সিরাজুল হক, একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে আহাম্মদ আলী, একই গ্রামের রমজান আলীর ছেলে আমিনুল ইসলাম ও পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার শিয়ালকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরীফ উদ্দিন, মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাহার আলী, মৃত ইসমাইল হোসেনের ছেলে শাহ আলম, পশ্চিম কুটি নাওডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রশিদ, মজিবর রহমানের ছেলে আব্দুল কাদের ও রামখানা এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে হাফেজ আলী।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।