বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের মধ্যপ্রদেশে হিন্দুরীতিতে শেষকৃত্য হলো ১৬ বছরের এক বাঘিনীর। চিতায় পোড়ানো হয়েছে ফুল-মালা সজ্জিত বাঘিনীকে। পেঞ্চের গহীন জঙ্গলে সম্পন্ন হয়েছে শেষকৃত্য।
ঐ বাঘিনীর ২৯ সন্তানের মা। ভারতে বাঘের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছে সে। কিন্তু ১৬ বছর বয়সে পৌঁছে ক্রমেই ঝিমিয়ে পড়ছিল সে। তাই বেশ কিছুদিন ধরেই টি-১৫ বা কলারওয়ালিকে নজর রাখা হচ্ছিল।
বন দফতর সূত্রের খবর, টি-১৫ বা কলারওয়ালিকে শেষ দেখা গিয়েছিল ১৪ তারিখ ভুরা দেব নালাতে পানি খেতে। খবর পেয়ে বনকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা বন্ধ করে দেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, শনিবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কলারওয়ালি। ময়নাতদন্তে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতাই তার মৃত্যুর কারণ।
গলায় রেডিও কলার থাকায় পর্যটকরা বাঘিনীর নাম দিয়েছিলেন কলারওয়ালি। ২০০৫ সালে ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে সে। অনেকের কথায়, এই পেঞ্চ ফরেস্টে সাফারি করতে যারা আসেন তাঁরা সহজেই দেখা পেতেন কলারওয়ালির। সে অধ্যায় শেষ হল। তবে এদিন তার সৎকারকে উপলক্ষ করে এক নতুন দৃশ্যের সাক্ষী হলেন আশপাশের গ্রামবাসীরা। অনেকেই এসে মাথা ঝুঁকিয়ে গেলেন ‘হিন্দু’ বাঘিনীর চিতার সামনে।
বিজেপি এই শেষকৃত্যের কথা টুইট করে উল্লেখ করেছে যে বৈদিক সংস্কৃতি ছাড়া এমন ঘটনা আর কোথাও ঘটা সম্ভব নয়।