বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে আয় পাঠিয়েছেন ১৭৮ কোটি মার্কিন ডলার, যা গেল বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় ৩৩ কোটি মার্কিন ডলার বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, প্রবাসী আয়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৪ হাজার ৪১২ কোটি ডলার।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা আয় পাঠিয়েছিলেন ১৯৬ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা। গেল বছরের জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৬৪ কোটি মার্কিন ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা।
চলতি ২০২০-২১ অর্থবছরে ৮ মাসে প্রবাসীরা আয় পাঠিয়েছেন ১ হাজার ৬৬৮ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে আয় এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ডলার।
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের মধ্যে প্রবাসীদের আয়ের প্রবাহ অনেক বেড়েছে। যোগাযোগ অভাবে অবৈধ পথে দেশে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন এমন অনেক দেশে করোনার কারণে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।