বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনাভাইরাস মহামারির কারণে ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা (বইমেলা) হচ্ছে না।
রবিবার (১০ জানুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি এই তথ্য জানান।
মহাপরিচালক বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন সম্ভব নয়। ফলে যথানিয়মে এবছর ফেব্রুয়ারিতে মেলার পর্দা উঠছে না। তবে এ বছর বইমেলা হচ্ছে না তা কেউ বলছেন না। পরিস্থিতির উন্নতি হলে আমরা সিদ্ধান্ত নেব বইমেলা কখন হবে।
গত ডিসেম্বরে মেলা না করার সিদ্ধান্ত জানানোর সময় বাংলা একাডেমির পক্ষ থেকে ভার্চুয়াল মেলা করা যায় কিনা সেই প্রস্তাব ভাবা হচ্ছিল। সে বিষয়টি তুলে ধরে মহাপরিচালক আবারও বলেন, আমরা ভার্চুয়ালি করব কিনা, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অমর একুশে গ্রন্থমেলার অন্যতম আয়োজক বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে ৫ জানুয়ারি এক সভায় আবেদন জানানো হয়, ফেব্রুয়ারিতে না পারলেও মার্চ মাসের মধ্যেই যেন বইমেলার আয়োজন করা হয়।
চীন ছাড়িয়ে করোনাভাইরাস অন্যান্য দেশে পৌঁছাতে শুরু করলেও বাংলাদেশে তখনো এর সংক্রমণ ঘটেনি। ফলে মেলায় প্রভাব পড়নি।
প্রতিবছর ১ ফেব্রুয়ারি এ মেলার পর্দা উঠলেও ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট থাকায় গত বছর অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি শুরু হয়।