Home তথ্য প্রযুক্তি ফেসবুক কবে সচল হবে তা জানেনা বিটিআরসি

ফেসবুক কবে সচল হবে তা জানেনা বিটিআরসি

বিজনেসটুডে২৪ ডেস্ক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তিনদিন ধরে বন্ধ রয়েছে। কবে সচল হবে তা জানাতে পারছে না বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-বিটিআরসি। বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার বিবৃতি দিয়ে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা, ‘বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে’ এবং আশা করছে যে, ‘দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে’।

বিবিসির খবরে আরো বলা হয়, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

কেন ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে’। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
বিবিসিকে সুব্রত রায় বলছেন, চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।