বিজনেসটুডে২৪ ডেস্ক
৩০৩ জন ভারতীয়সহ রোমানিয়ান কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের একটি বিমান ফ্রান্সে আটক হয়েছে। মানব পাচারের সন্দেহে আটক হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লিজেন্ড এয়ারলাইন্সের বোয়িং ৩৪০ দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল বৃহস্পতিবার। জ্বালানি ভরার জন্যই বিমানটি ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে। অজ্ঞাত উৎস থেকে খবর পেয়ে বিমানটি আটক করে ফরাসি কর্তৃপক্ষ। বিমানটি আটক করার পরই ঘটনার তদন্তে নেমেছে ফ্রান্সের অর্গানাইজড ক্রাইম ইউনিট জুনালকো ।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বিমানটিতে থাকা ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধভাবে প্রবেশের জন্য মধ্য আমেরিকায় ভ্রমণ করতে পারে। বিমানটি আটক করার পর মানব পাচারের জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জুনালকো।
ফ্রান্সের ভারতীয় দূতাবাস এ বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফরাসি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দূতাবাসের দল। জানা গিয়েছে বিমানটিতে ছিলেন ৩০৩জন ভারতীয় যাত্রী। আমরা পরিস্থিতি তদন্ত করছি। যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি।’
একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধ ভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রথমদিকে প্লেনের মধ্য়েই যাত্রীরা ছিলেন। পরে তাদের অ্য়ারাইভাল লাউঞ্জে নিয়ে আসা হয়। সেখানে তারা শুয়ে পড়েন। পুলিশ জানায়, বিমানবন্দরের রিসেপশন এলাকাতে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। যতটা সম্ভব যাতে তাঁদের সমস্যা না হয় সেটা দেখা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।