Home আন্তর্জাতিক ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনে সৌদির নিন্দা

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনে সৌদির নিন্দা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ফ্রান্সে এক শিক্ষকের হত্যার জেরে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। সেইসঙ্গে সম্মান, সহনশীলতা এবং শান্তি উন্নয়নে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্বাধীনতার আহ্বান জানানো হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ’র বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ।

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন স্যামুয়েল প্যাটি নামে ইতিহাসের ওই শিক্ষক। যার জেরে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাখোঁ ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন। সেই সঙ্গে কার্টুন প্রদর্শন বন্ধ হবে না বলেও জানান। ফলে ফ্রান্সে বিভিন্ন ভবনে ব্যঙ্গাত্মক কার্টুনের বড় বড় ব্যানার ঝোলানো হয়।

ম্যাখোঁর এ মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে মুসলিমেরা প্রতিবাদ জানিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্ক, পাকিস্তান ও ইরানের নেতারা।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, অপরাধী কে, তা বিবেচনা না করেই যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের আমরা নিন্দা জানাচ্ছি। সম্মান, সহনশীলতা ও শান্তি এগিয়ে নিতে বৃদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্বাধীনতার আহ্বান জানাচ্ছি।

দেশটি আরও জানায়, মর্যাদা, সহনশীলতা ও শান্তির বাতিঘর হওয়া উচিত বাকস্বাধীনতা। যা পারস্পরিক সহাবস্থানের বিপরীত এবং ঘৃণা, সহিংসতা, উগ্রপন্থার উৎপাদন করে এমন চর্চা ও কার্যক্রমকে প্রত্যাখ্যান করে।

অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারে সতর্ক হওয়ার কথা জানিয়েছেন সৌদিভিত্তিক রাবেতা আলম আল-ইসলামিয়ার প্রধান মোহাম্মদ আল-ইসা। তার মতে, এটা নেতিবাচক ও গ্রহণযোগ্যতার অতিরিক্ত হয়ে যাবে এবং এতে কেবল ঘৃণাবাদীরাই লাভবান হবে