কুড়িগ্রাম থেকে নয়ন দাস: কঠোর লকডাউন চলাকালিন সময়ে কুড়িগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে মোবাইল নিয়ে আসক্ত হয়ে পরেছে কিশোররা।
বন্ধ প্রতিষ্ঠানের মাঠে, গাছের তলায়, কোন অবকাঠামোর আড়ালে অথবা ছোট ছোট চায়ের দোকানগুলোতে ভিড় জমিয়ে আড্ডার পাশাপাশি চলে মোবাইল গেম অথবা ফ্রি-ফায়ার গেম ।
এমন অভিযোগ পেয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ শনিবার (৩১জুলাই) দুপুরে শহরের পৌরবাজারস্থ এলজিইডি বস্তিমোড়ে অভিযান চালায়। এসময় একটি চায়ের দোকানে ১১জন কিশোর ফ্রি-ফায়ার খেলা অবস্থায় আটক করা হয়। এসময় জব্দ করা হয় তাদের মোবাইলগুলো। পরে অভিভাবকদের ডেকে নিয়ে মুসলেকার মাধ্যমে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এসময় বন্ধ করে দেয়া হয় চায়ের দোকান।
এ ব্যাপারে কুড়িগ্রাম পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে ২০/২৫জন যুবক লকডাউন উপেক্ষা করে আড্ডার পাশাপাশি অনলাইন পাবজিসহ বিভিন্ন মোবাইল গেম খেলায় মগ্ন থাকে। পুলিশি অভিযানের পর বাজার কমিটি নজরুলের চায়ের দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, মোবাইলে ফ্রি-গেম খেলার সময় নজরুলের চায়ের দোকান থেকে ১১ কিশোরকে আটক করা হয়। এদের অনেকেই এসএসসি, এইচএসসি ও স্নাতক পড়ুয়া। পরে মুসলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।