Home First Lead ফ্লোর প্রাইস ব্যবস্থা বহাল থাকবে : বিএসইসি চেয়ারম্যান

ফ্লোর প্রাইস ব্যবস্থা বহাল থাকবে : বিএসইসি চেয়ারম্যান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শেয়ারবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইস (শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া) তুলে নেয়া হচ্ছে বলে গুজব ছড়িয়ে রবিবার সপ্তাহের প্রথমদিনে সুযোগ নেয়ার চেষ্টা করে বিশেষ চক্র। এরফলে মুনাফা তুলে নিতে শুরু হয় শেয়ার বিক্রির চাপ। তাতে সূচক পতন হয়েছে।

তবে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এ প্রসঙ্গে  বলেছেন যে এ রকম কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পতন ঠেকাতে বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। গুজবের বিষয়ে বিনিয়োগকারীদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যারা বাজারে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান বর্তমানে বিদেশে রয়েছেনে একটি সম্মেলনে।

গুজব উড়ে বেড়াচ্ছে যে শেয়ারের ফ্লোর প্রাইস দ্রুতই উঠে যাবে,তখন বাজারে আবারও বড় পতন ঘটবে।  টানা ছয় কার্যদিবস উত্থানে পর গতকাল রবিবার এই গুজবে ভর করেই সূচকের পতন হয়েছে বলে অভিমত বিশ্লেষকদের।

গত জুন ও জুলাইয়ে বাজার কিছুটা টাল-মাটাল হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা থেকে শেয়ারে ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয়ার পর আগস্টের শুরু থেকে উত্থানের ধারায় ফিরে পুঁজিবাজার। তাতে বড় উত্থান দেখা যায় বাজারে। পরের সপ্তাহে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পতন হলেও এর  পরের সপ্তাহে আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠনের বিনিয়োগ সীমা শেয়ার ক্রয়মূল্য নির্ধারণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে উত্থানে ফিরে বাজার। এর মাধ্যমে উত্থান অব্যাহত রেখে আগস্ট মাস শেষ করে পুঁজিবাজার।

এক নজরে দেখে নিন বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোন কোম্পানির ফ্লোর প্রাইজ কত: