বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বগুড়া: সাবেক পৌর কাউন্সিলার জহুরুল হকের ছেলে আরিফুল হাসান (২২) খুন হয়েছে। জেল থেকে জামিনে বের হওয়ার এক সপ্তাহের মধ্যে তাকে হত্যা করা হযেছে। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
শহরের নামাজগড় সুলতানগঞ্জপাড়ায় যাওয়ার রাস্তা ৫ ডিসেম্বর রাত দশটার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয সূত্রে জানা যায়, আরিফুল তার মাকে নিয়ে সুলতানগঞ্জপাড়ায় মোহাম্মদ ডালমীর বাড়িতে ভাড়া থাকতেন। মাত্র দিন ১৫ আগে সেখানে বাসা ভাড়া নিয়েছেন। একটি মামলায় তিনি জেলে ছিলেন। জামিনে বের হয়েছেন সপ্তাহ খানেক আগে। আরিফের সাথে একটি মেয়ের প্রেম ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানিয়েছেন, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে এ হত্যাকান্ড তা তদন্তে কয়েকটি টিম কাজ করছে।