Home আইন-আদালত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় ৪ জন রিমান্ডে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় ৪ জন রিমান্ডে

বিজনেসটুডে২৪ ডেস্ক:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই মাদ্রাসা ছাত্রকে ৫ দিন ও দুই শিক্ষকের ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুনানি রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক নিশিকান্ত দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে. সোমবার (০৭ ডিসেম্বর) আসামি আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলামের ১০ দিন করে এবং তাদের সহায়তাকারী দুই শিক্ষক আল আমীন ও ইউসুফের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।