বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ভাসমান ফিশিং বোট তামান্না মুন্সি-৪ এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
বুধবার সকালে উদ্ধারকৃতদের তাদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসতে ছিল ফিশিং বোটটি। গত ১ আগস্ট জেলেরা ফিশিং বোট নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তিন দিন ভাসমান থাকার পর মঙ্গলবার তারা মোবাইল নেটওয়ার্ক পান।
তখন বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে উদ্ধারকারী জাহাজ ‘অনুসন্ধান’ গিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে বুধবার সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বানৌজা অনুসন্ধান ফিশিং বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে।