বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মোংলা:ফেয়ারওয়ে বয়ার অদূরে নিমজ্জিত লাইটারের ১০ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে লাইটারটি নিমজ্জিত হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা সিঙ্গাপুর পতাকাবাহী এম.ভি সাগর-রতন হতে ১ হাজার ২০০ মেট্রিক টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি বিউটি অব লোহাগড়া-০২। শুক্রবার কার্গোটি খুলনার উদ্দেশ্যে মোংলা বন্দরের দিকে ফেরার পথে রাত ১০টার দিকে জাফর পয়েন্ট এলাকায় ঢেউয়ের কবলে পড়ে চরে আটকে যায়। সেখানে ডুবোচরে আটকে তলা ফেটে কার্গো জাহাজটি ডুবতে থাকে। লাইটারটির ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১০ নাবিককে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নাবিকদের উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে আরেকটি কার্গো জাহাজ এমভি দেশ দিগন্ত-৩৯’ এর কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে এমভি টিটু-৭ নামের একটি লাইটার ডুবেছিল বৃহস্পতিবার। পাশে থাকা আরেকটি জাহাজে সাঁতরে উঠে রক্ষা পান ১৩ নাবিক।