বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩৫লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী বিসিজি পূর্ব জোনের অধীনস্ত জাহাজ বিসিজিএস বঙ্গোপসাগরে অবৈধ জাল ব্যবহাররোধে অভিযান শুরু করে। এ সময় সোনাদিয়া কর্তৃক ভাসানচর, সন্দ্বীপ, অথরিটি বয়, কাট্টলি এবং আকমল আলী রোড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত জালসমূহ জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে লেঃ শাহ জিয়া রহমান বলেন, কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল, চরঘেরা জাল, মশারি জাল, বেহুন্দি জাল, চিংড়ি পোনা এবং জাটকা জব্দ করে মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। এ সকল অবৈধ জালের ব্যবহার, চিংড়ি পোনা আহরণ বন্ধ এবং জাটকা ও মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যহত থাকবে। জব্দকৃত জালের বাজার মূল্য বার কোটি পঁচিশ লাখ টাকা বলে জানান তিনি।