বানিয়াচং(হবিগঞ্জ) হৃদয় খান: বানিয়াচংয়ে বজ্রপাতে ৩ জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ ১৪২৯ বছরের শুরুতে বজ্রপাত হয়েছে।
সকালে শুটকি নদীর পূর্ব পাড় হাওরে ঘাস কাটছে গেলে বজ্রপাতে প্রাণ যায় কিশোর মোঃ হোসাইন (১২)এর। হোসাইন উপজেলা সদরের তাতারীমহল্লা গ্রামের আক্কেল আলীর ছেলে।
একই সময়ে কিশোরী ঝুমা আক্তার (১৩) রান্নাঘর থেকে লাকড়ি ডেকে আসার পর ঘরে আসার মূহুর্তে বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। কিশোরী ঝুমা আক্তার জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমান মিয়ার ছেলে।
হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে মৃত্যু হয় আলমগীর মিয়ার(২৮)। আলমগীর মিয়া এরালিয়া খালপাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।