Home First Lead বড়পুকুরিয়ায় নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়ায় নতুন ফেস থেকে কয়লা উত্তোলন শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পার্বতীপুর ( দিনাজপুর): বড়পুকুরিয়ায়  নতুন ১৩০৫ নম্বর ফেইস থেকে নির্ধারিত সময়ের ১০ দিন পূর্বেই কয়লা উত্তোলন শুরু হয়েছে। গড়ে প্রতিদিন উত্তোলন হবে সাড় ৩ হাজার টন করে।

কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক মাইন অপারেশন খান মো. জাফর সাদিক।

উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় খনিটির উৎপাদনশীল ১৪১৪ কোল ফেইসের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুদ শেষ হওয়ায় গত বছর ৩০ নভেম্বর উত্তোলন বন্ধ হয়ে যায়। সেই সময় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন নতুন কয়লা ফেইস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে। নতুন ফেইসে যন্ত্রপাতি স্থাপন করে নির্ধারিত সময়ের ১০ দিন আগেই আবার নতুন ১৩০৫ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে।

মহাব্যবস্থাপক  খান মো. জাফর সাদিক জানান, বড়পুকুরিয়া কয়লা খনির ১৩০৫ ফেইস হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। কয়লা উত্তোলনের শুরুর দিকে প্রথম এক সপ্তাহ ধরে পরীক্ষামূলকভাবে দৈনিক দেড় থেকে দুই হাজার টন এবং পরবর্তীতে দৈনিক তিন থেকে সাড়ে তিন হাজার টন কয়লা উত্তোলিত হবে।

১৩০৫ ফেইসের পূর্বে ১৪১৪ ফেইস থেকে গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে কয়লা উত্তোলন শেষ হয়। ১৪১৪ ফেইস হতে ৩.৯৫ লাখ টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৪.৮১ লাখ টন কয়লা উত্তোলিত হয়েছে, যা লক্ষ্যামাত্রা অপেক্ষা প্রায় শতকরা ২২ ভাগ বেশি ।

১৪১৪ ফেইসের কয়লা উত্তোলন শেষে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ, মেইন্টেন্যান্স এবং সকল ইক্যুইপমেন্ট ১৩০৫ ফেইসে ইন্সটলেশন শেষে ৪৩ দিন পর এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। এ ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.৯৫ লাখ টন। যা আগামী জুন পর্যন্ত উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে।