বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নৌবহরে যুক্ত হলো উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক দুটি টাগবোট। বন্দরের বিদ্যমান চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক ও অধিক শক্তিশালী টাগবোটের প্রয়োজন বিবেচনায় এ টাগবোট দুটি সংগ্রহ করা হয়। চট্টগ্রাম বন্দরে সাধারণ প্রযুক্তির প্রায় আটটি টাগবোট বিদ্যমান।
গত ১ জুন টাগবোট দুটি চীন থেকে রওনা হয় এবং সাউথ চায়না সি, মালাক্কা স্ট্রেট এবং বঙ্গোপসাগর পাড়ি দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ দুটি চীনে অবস্থিত ইয়ার্ডে নির্মিত। একেকটি টাগবোটের ক্ষমতা ৭৫ টন বোলার্ড পুল। এগুলো আধুনিক প্রযুক্তির এএসডি টাগ অর্থাৎ টাগবোটগুলো একই স্থানে ৩৬০ ডিগ্রি কোণে ঘুরে যেতে সক্ষম। এ কারণে টাগগুলো অধিক দক্ষতার সঙ্গে বড় বাণিজ্যিক জাহাজগুলোকে টোয়িং, পুলিং, পুশিং কাজে সাহায্য করতে পারবে। এতে দুটি শক্তিশালী ৩১৫১ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে। এছাড়া শক্তিশালী অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে যার মাধ্যমে প্রায় ১২০ মিটার দূর থেকেও দক্ষতার সঙ্গে পানি এবং ফোমের মাধ্যমে যেকোনো আগুন নেভাতে ও নদীতে তেল দূষণ হলে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দূষণ মোকাবিলা করতে সক্ষম। টাগ দুটিতে আধুনিক রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, অটো পাইলট, ইউএমএস, বেতার ও স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা বিদ্যমান। ফলে গভীর সমুদ্রেও যেকোনো জাহাজকে প্রতিকূল আবহাওয়াতেও সাহায্য করতে সক্ষম। জ্বালানি ধারণক্ষমতা অনুযায়ী টাগবোট দুটি সমুদ্রে একটানা এক মাস চলতে সক্ষম।
এ ধরনের আধুনিক টাগবোট চট্টগ্রাম বন্দরের নৌবহরে সংযুক্ত হওয়ায় একদিকে যেমন বন্দরের সক্ষমতা বাড়বে তেমনি বন্দরের সুনামও অনেকাংশেই বৃদ্ধি পাবে।
টাগবোট চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটিতে বাথিং নেওয়ার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চেও লি শিপইয়ার্ড লিমিটেডের লোকাল এজেন্ট ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা ) মো. জাফর আলম, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সব বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান।