Home Uncategorized বন্দরের শেডে আগুন

বন্দরের শেডে আগুন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দরের ৩ নম্বর শেডে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের গাড়ি  আগুন নেভানোর চেষ্টা করছে।

বন্দরের নিরাপত্তা বিভাগ সূত্রে জানা যায়, বিকেল পৌণে ৪ টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৭টি গাড়ি ঘটনাস্থলে রয়েছে।

৩ নম্বর শেড এবং আশেপাশের এলাকায় যাবতীয় বন্দর কার্যক্রম বন্ধ রযেছে। ৩ নম্বর শেডটি সংস্কারের কাজ চলছে। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সেখানে রাসায়নিকের সংস্পর্শে  এসে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।