বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটিতে আমদানি পণ্য চালানের ওপর বন্দরের স্টোররেন্ট শতভাগ মওকুফ চেয়েছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ।
গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল এ ব্যাপারে নৌ পরিবহন সচিব বরাবরে এক পত্রে উল্লেখ করেন যে করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন এবং বুধবারের প্রলয়ংকরি ঘূর্ণিঝড়ে ব্যবসায়ীরা তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন। সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ১৬ মে পর্যন্ত বন্দরে আমদানি পণ্য চালানে স্টোররেন্ট শতভাগ মওকুফ ছিল। পরবর্তীতে তা ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত করা হয়েছে ৫০ শতাংশ। ১৬ মে পর্যন্ত সময়ের ধারাবাহিকতায় ৩০ মে পর্যন্ত সময়ের জন্যও শতভাগ মওকুফ সুবিধার আবেদন জানিয়েছেন মোহাম্মদ বেলাল।
তিনি আশা করেন যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পত্রে আমদানি পণ্যের কন্টেইনারে কোনরূপ ডেমারেজ ও ডিটেনশন চার্জ আদায় না করার যে সার্কুলার ডিজি(শিপিং) কর্তৃক দেয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজিএপিএমইএ’র পরিচালক মোহাম্মদ বেলাল ৬ মে নৌ পরিবহন সচিব বরাবরে এক পত্রে শিপিং কোম্পানির ডেমারেজ চার্জ মওকুফে হস্তক্ষেপের আবেদন জানান।