Home First Lead বন্দরের রেন্ট মওকুফ ১৬ মে পর্যন্ত বাড়ান: চেম্বার

বন্দরের রেন্ট মওকুফ ১৬ মে পর্যন্ত বাড়ান: চেম্বার

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা ভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের স্টোর রেন্ট মওকুফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বর্ধিত করার জন্য আহ্বান জানিয়েছে চিটাগাং চেম্বার। ইতিপূর্বে ঘোষিত এ্রই সময়সীমা আজ  সোমবার শেষ হচ্ছে।

আজ সোমবার এ ব্যাপারে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছে এক পত্র দিয়েছেন  চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। পত্রে বর্তমান করোনা পরিস্থিতির কারণে চিটাগাং চেম্বারের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমদানিকারকদের কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ (১০০%) ৫ মে পর্যন্ত মওকুফ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন-বর্তমান অচলাবস্থার কারণে ব্যাংকের আর্থিক যোগানের অভাব, তারল্য সংকট, পরিবহন সংকট, শ্রমিক সংকট ইত্যাদির কারণে সময়মত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারী নেওয়া সম্ভব হচ্ছে না।

কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ (১০০%) মওকুফ করায় আমদানিকারকরা যেসব শিপমেন্টের অরিজিনাল ডকুমেন্ট এবং ব্যাংক গ্যারান্টি কনফার্ম করতে পারছে তারা দ্রুতগতিতে ডেলিভারি নিচ্ছে। এরফলে বন্দরে আগের চেয়ে কন্টেইনারজট অনেকাংশে কমেছে। বিভিন্ন ধরণের জটিলতার কারণে আমদানিকারকরা সময়মত পণ্য ডেলিভারি নিতে পারছেন না। তাই  আমদানিকৃত কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ (১০০%) মওকুফের সুযোগ  ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হলে সব অরিজিনাল ডকুমেন্ট ও ব্যাংক গ্যারান্টির ডকুমেন্ট সংগ্রহ করে পণ্য ডেলিভারি নিতে সক্ষম হবে এবং চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে চেম্বার সভাপতি মনে করেন।