বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের ডিজিটাল বার্থিং সভায়। সপ্তাহের প্রতি কার্যদিবসে এই সভা হচ্ছে না।
বার্থিং সভায় কোন জাহাজ কখন কোথায় ভিড়বে তা জানিয়ে দেয়া হয়। বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং শিপিং এজেন্টদের ৪ প্রতিনিধি উপস্থিত থাকেন। ২৯ মার্চের পর থেকে প্রতিদিন আর সভা হয় না। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে দু’দিন হয়েছে বার্থিং সভা। তারপর থেকে এ পর্যন্ত হয়েছে সপ্তাহে একবার। অর্থাৎ এক সপ্তাহের বার্থিং সূচি একসাথে জানিয়ে দেয়া হয়। যখন প্রতিদিন হতো তখন প্রতিদিন বার্থ বা জেটি খালি হতো, প্রতিদিন জাহাজ ভিড়তো।
বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, শিপিং এজেন্টরা অনলাইনে জানিয়ে দেন তাদের জাহাজের যাবতীয় তথ্য। আর বার্থিং সভায় পরবর্তী এক সপ্তাহে কোন কোন জাহাজ ভিড়বে সে কর্মসূচি দেয়া হয়।
চলতি মাসে বার্থিং সভা হয়েছে ২,৫,৯,১৫, ২১ তারিখে এবং আজ সোমবার ২৭ তারিখে।
আজ মোট কন্টেইনার জহাজ ৪২ টি । এগুলোর মধ্যে জেটিতে ১০টি জাহাজের কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে। ৩২ টি অপেক্ষা করছে বহির্নোঙরে। সেখানে ১৩ এপ্রিল থেকে অপেক্ষমাণ জাহাজও রয়েছে।