বন্দর দিবস-২০২১ উপলক্ষে রবিবার ( ২৫ এপ্রিল) বন্দর ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন
করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এবং বন্দর পতাকা উত্তোলন করেন বন্দরের সদস্য (এএন্ডপি) মো. জাফর আলম।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান ও সিবিএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উপস্থিত সকলকে বন্দর দিবসের শুভেচ্ছা জানান এবং বলেন যে, সরকার ঘোষিত লকডাউন কালে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকগণ দেশের সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাতদিন কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানান।- সংবাদ বিজ্ঞপ্তি