Home First Lead চট্টগ্রাম বন্দর সংকট নিরসনে মঙ্গলবার সমন্বয় সভা

চট্টগ্রাম বন্দর সংকট নিরসনে মঙ্গলবার সমন্বয় সভা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশজুড়ে  সাধারণ ছুটিতে চট্টগ্রাম বন্দরে বিরাজমান সংকট নিরসনে কাল মঙ্গলবার সার্কিট হাউসে সমন্বয় সভা আহ্বান করা হয়েছে।

সকাল ১১ টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অনুরোধে সভাটি ডাকা হয়েছে। বন্দর কার্যক্রম সমন্বয় এবং আরও গতিশীল করার লক্ষ্যে পণ্য সরবরাহ পরিস্থিতি উন্নয়নে এই সভা।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে জানানো হয়। সে অনুসারে দ্রুত আহ্বান করা হয়েছে সভাটি ।

সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ, চিটাগাং চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, বার্থ অপারেটরস শিপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির জেরে সংকট তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরেও। বিশেষত চলমান সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকে তা আরও বেড়ে গেছে। আমদানি পণ্যভর্তি কন্টেইনার ডেলিভারি একেবারে কমে গেছে। তাতে দেশের অভ্যন্তরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাদ্য সামগ্রী সরবরাহও বিঘ্নিত হচ্ছে।বন্দর ইয়ার্ডে তৈরি হয়েছে নজিরবিহীন জট । তা জাহাজ থেকে কন্টেইনার নামানো ব্যাহত করছে। বহির্নোঙরে অপেক্ষমাণ কন্টেইনার জাহাজের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ইয়ার্ডের যেখানে জায়গা খালি পাওয়া গেছে সেখানেও রাখা হয়েছে কন্টেইনার। এরপরও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বন্দরকে। এমন অবস্থায় জাহাজ বার্থিং-এ রেশনিং হচ্ছে। বার্থ খালি পড়ে থাকে, অথচ বহির্নোঙরে জাহাজ অপেক্ষমাণ  বার্থ পাওয়ার জন্য।

বন্দরে এখন ৪৬হাজার টিইইউসের বেশি কন্টেইনার। ধারণক্ষমতা হলো ৪৯ হাজার টিইইউস। সাধারণ ছুটি শুরু হওয়ার আগে গড়ে প্রতিদিন যেখানে সাড়ে তিন থেকে চার হাজার   ডেলিভারি হতো, সেটা নেমে এসেছে কোন কোনদিন সাত শ’ থেকে আট শ’য়ের মধ্যে।

৫, ১২ এবং সিসিটি-২ বার্থ শূণ্য। অন্যদিকে, বাইরে ২৮টি জাহাজ অপেক্ষায় বার্থের জন্য।