Home First Lead বন্দর সচল, জাহাজ ঢুকছে

বন্দর সচল, জাহাজ ঢুকছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দর জেটি থেকে পণ্য ডেলিভারি শুরু হয়েছে। বাইরে থেকে জাহাজও প্রবেশ করছে। ইতিমধ্যে পাইলট গিয়ে পৌঁছেছে জাহাজকে পথ দেখিয়ে নিয়ে আসার জন্য।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিজনেসটুডে২৪ কে জানান, বৃহস্পতিবার ৮টি জাহাজ  প্রবেশ করবে। এগুলোর মধ্যে ৫টি কন্টেইনার জাহাজ এবং ৩টি সাধারণ পণ্যবাহী জাহাজ। প্রথম জোয়ারে জাহাজ আসা শুরু হয়েছে। নাইট নেভিগেশন বন্ধ থাকায় রাতের জোয়ারে কোন জাহাজ আসবে না। শুক্রবারের প্রথম জোয়ারে আরও জাহাজ জেটিতে ভিড়বে বলে জানান তিনি।

বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রমও চালু হয়ে গেছে। চলছে ডেলিভারিও।

সুপার সাইক্লোন আম্পানের আশংকা তৈরি হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ প্রথমে এলার্ট থ্রি এবং পরে এলার্ট ফোর জারি করে। সমূদয় অপারেশনাল কাজ বন্ধ করে দেয়া হয়। জেটি থেকে সব জাহাজকে পাঠিয়ে দেয়া হয় বাইরে নিরাপদ এলাকায় । বন্দরের সব গুদাম বন্ধ করে দেয়া হয়। গ্যান্ট্রিক্রেনসহ যাবতীয় যন্ত্রপাতিও নিরাপদে রাখা হয়।

উল্লেখ্য, মহাবিপদ সংকেত নামিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।