বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দর হাসপাতালে করোনা ইউনিট চালু হচ্ছে বৃহস্পতিবার। আজ সোমবার চিকিৎসক নিয়োগ সম্পন্ন হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালুর কাজ চলছে পুরোদমে। অন্যান্য প্রস্তুতিও চলছে একই সঙ্গে। আগামী বৃহস্পতিবার থেকে করোনা চিকিৎসা সেবা চালুর লক্ষ্য নিয়ে যাবতীয় কার্যক্রম চলছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের অনুরূপ করোনা চিকিৎসা সুবিধা বন্দর হাসপাতাল থেকেও দেয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
বন্দর হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আইসোলেশন জোন এবং চিকিৎসা ইউনিট থাকবে। পাশাপাশি থাকবে আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা।
চলামান করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্দর প্রশাসন করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়ে বেশ দ্রুতগতিতে যাববতীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে। আজ সোমবার ১৩ জন মেডিক্যাল অফিসার মনোনীত করা হয়েছে। রবিবার তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের মধ্যে এদেরকে যোগদান করতে বলা হয়েছে।